ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৩৪

ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চালু ২৬ মার্চ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৬ ২ মার্চ ২০২১  

আগামী ২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহি ট্রেন চালু হচ্ছে। ঢাকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ট্রেন উদ্বোধন করবেন। ইতোমধ্যে ট্রেন চালুর যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করেছে রেলপথ মন্ত্রণালয়।


জানা গেছে, রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা রয়েছে। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি আন্ত:দেশীয় যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশন পর্যন্ত নীলফামারী জেলার চীলাহাটি-হলদিবাড়ী রুটে চালানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন।


সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির পথে সিলিগুড়ি পর্যন্ত ট্রেন চালু হয়। ঐদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেল যোগাযোগ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম চিলাহাটিতে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আগামী ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেন চালু করা হবে। দু দেশের সাথে এ বিষয়ে যোগাযোগের পর আলোচনার ভিত্তিতে আগামী ২৬ মার্চ ট্রেন চালু হতে যাচ্ছে।


এব্যাপারে রেলওয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, ্সপ্তাহে কতদিন চলবে, ট্রেন ছাড়া ও পৌছানোর সময়, ভাড়া, ইমিগ্রেশন, ট্রেনের নাম এ সব বিষয় উভয় দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলছে। শিগগির বিষয়গুলো চুড়ান্ত করা হবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর